চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি: এসএসসি সহ সকল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)৷ মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেন তারা৷

মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে অপারাজেয় বাংলা, কেন্দ্রীয় লাইব্রেরী, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে শেষ হয়৷

এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ আশা বলেন, বর্তমানে দেশে শিক্ষা নিয়ে বাণিজ্য চলছে ৷ বিশেষ করে সৃজনশীল করে কোচিং বাণিজ্য আরো বাড়ানো হয়েছে৷ বতর্মান শিক্ষা ব্যবস্থায় অনেক বেশি পরীক্ষা নেয়ার কারণে শিক্ষার্থীরা অনেক বেশি পরীক্ষার্থী হয়ে গেছে৷ তাদের শেখানো হচ্ছে এ+ পেলেই তারা মেধাবী হয়ে যাবে৷ যার ফলে এ+ পেতে হবে এ ধরনের মানসিকতার কারণে প্রশ্নফাঁস হয়ে যাচ্ছে৷”

তিনি আরও বলেন, “গত ছয় বছরে ৫৫টি পরীক্ষার প্রশ্নফাঁস হয়ে গেছে৷ অথচ বাংলাদেশে সর্ব প্রথম প্রশ্নফাঁস হয়েছে ১৯৭৯ সালে৷ এরপর ২০০৬ সাল পর্যন্ত ৩০ বার প্রশ্নফাঁস হয়েছে৷ বিগত ছয় বছরে ৫৫টি পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে৷ কিন্তু এখন পর্যন্ত জড়িতদের কোনো বিচারের আওতায় আনা হয়নি৷ তারা কি প্রশাসনের চেয়ে অনেক বেশি শক্তিশালী?