চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রশ্নফাঁস: টাঙ্গাইলে এক যুবকের দুই বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাবুল হোসেন (২৫) নামের এক শিক্ষার্থীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে পরীক্ষা চলাকালে উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় এসএসসির পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয় তাকে।

বাবুল হোসেন বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামের শুকুর মাহমুদের ছেলে। সে বিবিএ শিক্ষার্থী।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফয়সাল হোসেন জানান, রোববার এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে আটক হওয়া যুবক মোবাইলে প্রশ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্র-ছাত্রীদের কাছে বিতরণ করছিল।

এ সময় মোবাইলে পরীক্ষার প্রশ্নসহ বাবুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে সে প্রশ্ন পেয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন বলেন, পাবলিক পরীক্ষায় (অপরাধ সংক্রান্ত) ১৯৮০/৯(খ) ধারায় গ্রেফতারকৃত যুবক বাবুলকে দুই বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।