চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রযুক্তির অলিম্পিকখ্যাত ‘ডব্লিউসিআইটি ২০১৭’ সম্মেলনে বাংলাদেশ

প্রযুক্তি বিশ্বের অলিম্পিক হিসেবে খ্যাত ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) ২০১৭’ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ। তাইওয়ানের তাইপে নগরীতে অনুষ্ঠিত চার দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগের প্রতিজ্ঞা পূরণ: ডিজিটাল স্বপ্নে বসবাস’।

একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে আরো দুটি আন্তর্জাতিক সম্মেলন ‘অ্যাসোসিও আইসিটি সামিট ২০১৭’ ও ‘৩৫তম অ্যাফ্যাক্ট প্লেনারি মিটিং’। ১৩ সেপ্টেম্বর শেষে হবে এসব সম্মেলন।

বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রায় তিন হাজারের বেশি নীতিনির্ধারক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে সরকারি ও বেসরকারি পর্যায়ের অর্ধশতাধিক সদস্যের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশী প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিয়েছে। প্রতিনিধি দলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিএসের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দেশের আইসিটি খাতের শীর্ষ ব্যবসায়ীরা রয়েছেন।

সর্বশেষ প্রযুক্তি, ব্যবসায়ের নতুন উদ্ভাবনী পণ্য, সম্ভাব্য ক্ষেত্র, চিন্তা, মতামত শেয়ারিংসহ নানা বিষয়ে অনুষ্ঠান ও প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন তারা।

আয়োজক সংগঠন তিনটির শীর্ষ সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যে সফলতা ও অর্জনের স্বীকৃতিস্বরূপ বিশ্বব্যাপী উন্মুক্ত প্রতিযোগিতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হবে। এসব পুরষ্কারের বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবা।

হোস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশ  ২০২১ সালে বিশ্ব আইটি সম্মেলন আয়োজন করবে।