চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভবিষ্যৎ প্রবৃদ্ধি বাড়াতে প্রয়োজন ডিজিটাল শিক্ষাব্যবস্থা

ভবিষ্যৎ প্রবৃদ্ধির লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় ডিজিটাল রূপান্তর আনা প্রয়োজন বলে মনে করেন বেশিরভাগ শিক্ষাবিদ। তবে মাত্র ২৩ শতাংশ শিক্ষক মনে করেন ইতোমধ্যেই তাদের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর সম্পন্ন হয়েছে।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ব্রিটিশ এডুকেশনাল ট্রেনিং অ্যান্ড টেকনোলজি (বেট) সামিটে মাইক্রোসফটের এশিয়া ডিজিটাল রূপান্তর জরিপের এ তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের শিক্ষাবিদরা এ সম্মেলনে অংশ নিয়েছেন।

সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রধান অন্তরায় অনুন্নত শিক্ষা ব্যবস্থা। তাদের মতে, উন্নয়নশীল বাজারে শিক্ষাগ্রহণের সুযোগ বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতাপূর্ণ পরিবেশও একই হারে বাড়তে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আগ্রহ বাড়ে বলেও অভিমত তাদের।

মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক (বাংলাদেশ, নেপাল, ভুটান ও লাওস) সোনিয়া বশির কবির এ বিষয়ে বলেন: বাংলাদেশের শিক্ষাখাতে ডিজিটালকরণের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ গবেষণায় প্রাপ্ত তথ্যের ওপর আমাদের অগ্রাধিকার দিয়ে প্রতিবন্ধকতাগুলো দূর করা উচিৎ। ভবিষ্যতে এগিয়ে থাকার জন্য নতুন প্রযুক্তি গ্রহণ করে এর সম্পূর্ণ সুবিধা গ্রহণ করার এখনই উপযুক্ত সময়।