চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘এতো অভিযোগ থাকলে প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত ছিল’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আরও আগেই সরে যাওয়া উচিত ছিলো মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সম্প্রতি কিছু মন্তব্য এবং বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: তিনি আজ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চাইছেন। যে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন, আজ প্রধান বিচারপতি সেই রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিতে চাইছেন! তাকে মনে রাখতে হবে, আমাদের একটি সংবিধান আছে। সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে, উচ্চ আদালতে আজ পাকিস্তানের নাম উচ্চারিত হচ্ছে। যাদের আমরা যুদ্ধ করে হারিয়েছি। তাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তুলনা। এটা এদেশের জনগণ কোনো ভাবেই মেনে নেবে না।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে কৃষিবিদ ইনিস্টিটিউটে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বলেন।

তিনি বলেছেন: যে জনগণ আমাদের নির্বাচিত করে পার্লামেন্টে পাঠালো। সেই আমরাই তো রাষ্ট্রপতি নির্বাচিত করেছি। আবার রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। তাহলে আজ প্রধান বিচারপতি কেনো বলছেন সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচনের কী দরকার! আমার প্রশ্ন হলো, আমরা যদি সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত না করতে পারি, তাহলে রাষ্ট্রপতিও নির্বাচন করতে পারি না। আর রাষ্ট্রপতি যে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন, তাহলে সে সম্পর্কে প্রধান বিচারপতি কী বলবেন? তার তো তাহলে আরও আগেই সরে দাড়ানো উচিত ছিলো।

তিনি আরও বলেন: আজ উচ্চ আদালত থেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে। হুমকি ধামকি দেওয়া হচ্ছে। পার্লামেন্ট সদস্যদের ক্রিমিনাল বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ব্যবসা করা কি অপরাধ? ব্যবসায়ীরা সংসদ সদস্য হলে ক্রিমিনাল কেনো বলা হবে?

প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন: তার নাকি সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদ পছন্দ না। তার মনে রাখতে হবে, এই সংবিধান বঙ্গবন্ধুর দিয়ে যাওয়া। তার যেগুলো পছন্দ সেগুলো জিয়ার শাসন আমলে প্রচলিত ছিলো। তাকে মনে রাখতে হবে, আমার বাবা শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন বলেই আজ আপনি ওই চেয়ারে বসতে পেরেছেন।

ষোড়শ সংশোধনী প্রসঙ্গে শেখ হাসিনা বলেন: আমরা উচ্চ আদালতের রায় ভালো ভাবে পরীক্ষা করে দেখছি। এর প্রতিটা জায়গায় ভুল রয়েছে। আমি নোট নিচ্ছি। সংসদে এটা নিয়ে আলোচনা করবো। আমার মনে হয় যেসকল বিজ্ঞ জজ সাহেব এ রায়ে সই করেছেন। তাদের কারও মতামত প্রধান বিচারপতি নেননি। অন্য জজ সাহেবদের ওপর তিনি তার মতামত চাপিয়ে দিয়েছেন।

আমি জজ জয়নাল আবেদিনে কথা বলবো। যিনি ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তের মিথ্যা বানোয়াট রিপোর্ট দিয়েছিলেন। আমরা কি দেখলাম?  দুদুক যখন তারে দূর্নীতি নিয়ে তদন্ত করতে গেলো-তিনি বললেন তদন্ত করা যাবে না! দুর্নীতিবাজদের বাঁচাবার দায়িত্ব কি উচ্চ আদালত নিয়েছে?তার মানে সুপ্রিম কাউন্সিলের কারও বিচার হবে না!