চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিচারপতি সিনহার ধর্ম-গোত্র নিয়ে অভব্য মন্তব্য

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজের রায় প্রকাশের পর থেকে দেশে নানা ঘটনা ও আলোচনা-সমালোচনা চলছে। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়া বেঞ্চের অন্যতম সদস্য ও দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে চলছে সেই আলোচনা। প্রথম দিকে রায়ের পর্যবেক্ষণে দেয়া প্রধান বিচারপতির বক্তব্যের নানা বিষয় নিয়ে আলোচনা হলেও এখন তাকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা। বিচারপতি সিনহার ধর্ম-গোত্রসহ নানা বিষয় নিয়ে অশালীন ও অভব্য মন্তব্য চলছেই। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করার ফলে দেশের বিচারিক ও সংসদীয় কাঠামোতে কী ধরণের পরিবর্তন এসেছে বা কী ধরণের প্রভাব পড়তে পারে, এসব বিষয় নিয়ে চিন্তা আলোচনা না করে দায়িত্বশীলদের বালখিল্য আচরণ খুবই দু:খজনক। দেশের সর্বোচ্চ বিচারিক আদালতের রায় নিয়ে ও প্রধান বিচারপতিকে নিয়ে বক্তব্যের ফলে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ– বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মোটেই কাম্য নয়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের সব দায়িত্বশীল ব্যক্তি ও কর্তৃপক্ষ সংযত আচরণের সঙ্গে সঙ্গে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমাদের আশাবাদ।