চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্যারাগুয়েতে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে গুলি

একটি বিলকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কৌশল আখ্যা দিয়ে প্যারাগুয়ের প্রেসিডেন্টে হোরাসিও কার্টসের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ করেছে বিরোধীদলের সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ।

বিক্ষোভকারীরা শুক্রবার রাতে কংগ্রেস ভবনের পাশে আসুনসিয়নের সড়কে অগ্নিসংযোগ করে। তারা আইনসভা ভবনসহ রাস্তায়ও অগ্নিসংযোগ ও ভাংচুর করেন।

বিবিসি জানায়, দীর্ঘ ৩৫ বছরের একনায়কতন্ত্র বিলোপ করে ১৯৯২ সালে দেশটিতে নতুন রাষ্ট্রপতি ব্যবস্থা প্রবর্তিত হয়। নতুন আইনে প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হয়।

কিন্তু বর্তমান প্রেসিডেন্ট হোরাসিও কার্টস এই সীমাবদ্ধতা দুর করে পুনরায় নির্বাচন করতে যাচ্ছেন। সেই লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য শুক্রবার সিনেটরদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এর প্রতিবাদে বিক্ষোভকারীরা ওই বিল ফিরিয়ে আনতে সহায়তকারীদের অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। প্রেসিডেন্টের এই বিলে দেশটির গণতন্ত্রকে দুর্বল করবে বলে বিরোধীরা সমালোচনা করেন।

জেনারেল আলফ্রেডো স্ট্রোসেনার জোর করে ক্ষমতা দখল করে ১৯৫৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্যারাগুয়ে শাসন করেন।