চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাহাড়ি পরিবেশের ভারসাম্য রক্ষায় পার্বত্য জেলায় বৃক্ষরোপণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে পাহাড় ও এর ঢালে ফলদ বৃক্ষরোপণ চলছে। ব্যক্তিগত উদ্যোগে বাণিজ্যিকভাবেও লাগানো হচ্ছে গাছ। তবে, যে পরিমাণ জায়গা উপযোগী তার এক শতাংশেও এখনো বনায়ন করা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাহাড়ি পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা বেশি করে গাছ লাগানোর তাগিদ দিয়েছেন।

বৃষ্টির মৌসুমে বন বিভাগের উদ্যোগে চলছে বিভিন্ন ধরণের বৃক্ষরোপণ। ব্যক্তিগতভাবে অনেকেই পাহাড়ের গায়ে বাণিজ্যিকভাবে বাগান করছেন। জুমের আগুনে পাহাড়ি বৃক্ষ উজাড় হওয়ায় এ চাষকে নিরুৎসাহিত করে জুমিয়াদের লাভজনক মিশ্র ফল বাগান সৃষ্টি করে দিচ্ছে পার্বত্য উন্নয়ন বোর্ড।

প্রায় একই ধরণের প্রচেষ্টা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ফল ও উদ্যান ফসল চাষে উদ্বুদ্ধ করছে তারা। তবে, পার্বত্য তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে মোট ৬ থেকে ৮ লাখ হেক্টর উপযোগী জমি থাকলেও এর এক শতাংশেও এখনো বাগান সৃষ্টি করা যায়নি।

পাহাড়ের উপরে পানির সমস্যা থাকলেও সব বিভাগের উদ্যোগেই চলেছে বনায়ন।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: