চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পানির তোড়ে ভাঙল ৪’শ কোটি টাকায় নির্মিত নতুন বাঁধ

হাফিজ রায়হান, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। বাহাদাুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে ভেঙে গেছে যমুনার ৪’শ কোটি টাকা ব্যায়ে নবনির্মিত উলিয়া হার্ডপয়েন্ট এলাকার যমুনা ভাঙনরোধ এম আর সি প্রকল্পের পাইলিং বাঁধ।

বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নিন্মাঞ্চলের বসভিটা, ফসলী জমি, রাস্তা ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান।

জেলার সবচেয়ে বেশি বন্যা কবলিত জেলার ইসলামপুর উপজেলা পৌর এলাকাসহ তলিয়ে গেছে পশ্চিাঞ্চলের নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নেরর বিস্তীর্ন জনপদ। পানিবন্দী হয়ে পড়েছে জেলার বন্য কবলিত এলাকার প্রায় ২৫ হাজার পরিবার।