চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পানামা পেপারস ফাঁসের ঘটনায় আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পানামা পেপারস এ কর ফাঁকির গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর পদত্যাগ করলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমান্দুর গানলুগসন।

মঙ্গলবার দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

পদত্যাগী প্রধানমন্ত্রী গানলুগসন দাবি করেছেন,
তিনি কোনো আইন ভঙ্গ
করেননি এবং তার স্ত্রী আর্থিকভাবে লাভবানও হননি।

ফাঁস
হওয়া নথিতে দেখা
গেছে,
অ্যাইসল্যান্ডের
প্রধানমন্ত্রী একটি বিদেশি কোম্পানির মাধ্যমে দেশের
ব্যাংকগুলোতে মিলিয়ন মিলিয়ন ডলার
বিনিয়োগ করেছেন।
 

পানামার ল ফার্মটির ফাঁস হওয়া এক কোটি ১০ লাখ গোপন নথিতে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম থাকায় তার পদত্যাগের জন্য  সোমবার দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে জনতা।

সিগমান্দুর বিরুদ্ধে উপকূল উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে। উপকূল উন্নয়ন প্রতিষ্ঠান উইনট্রিস-এর মালিকানা রয়েছে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর। জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগে উপকূল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিল এই প্রতিষ্ঠানই।