চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাথরের চোখ লাগানো সুলতানার নিয়মিত চিকিৎসায় অর্থ প্রয়োজন

পাথরের চোখ লাগানো হবিগঞ্জের সুলতানাকে এখনো নিয়মিত চিকিৎসা নিতে হয়। তার অসুস্থ বাবার পক্ষে সংসার চালানো বেশ কষ্টকর। এরপরও তিন সন্তানের লেখাপড়া ও সুলতানার চিকিৎসা করাচ্ছেন তিনি।

পাথরের চোখ লাগানোর পর সুলতানার চেহারায় পরিবর্তন এসেছে। সাধারণ ছাত্রীদের মতোই এখন দেখতে সুলতানা। এ নিয়ে খুশির শেষ নেই সুলতানার। চ্যানেল আইয়ে সংবাদ প্রচারের পর উন্নয়ত চিকিৎসা পায় সে।

বছরে দু’বার পাথরের চোখটিও চিকিৎসককে দেখাতে হয়। প্রতিমাসে এই চোখের পেছনে অর্থ খরচ করতে হয় তাকে। টাকার হিসেবে মাত্র একহাজার হলেও সেই টাকাও নেই এই পরিবারের।

চিকিৎসা ও লেখাপড়া নিয়ে সামান্য কিছু সাহায্য পেলেই সুলতানার উচ্চশিক্ষা নিশ্চিত করা যাবে বলে মনে করেন সুলতানার বাবা।

সমাজে সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষদের পাশে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান এই পরিবারের।