চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তানের আপত্তিতে আয়োজক স্বত্ব হারাল ভারত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আপত্তিতে আয়োজক স্বত্ব হারাল ভারত। পাকিস্তানের আপত্তির মুখে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ভেন্যু ভারত থেকে সরিয়ে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রে সেদেশের দৈনিক ডন জানিয়েছে, ভারতের পরিবর্তে টুর্নামেন্টের ভেন্যু মালয়েশিয়ায় সরিয়ে নিতে রাজি হয়েছে এসিসি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শনিবার দুই দিন ব্যাপী এসিসির বার্ষিক সাধারণ সভা শুরু হয় কলম্বোতে। সেই বৈঠকে পিসিবি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটি থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ প্রত্যাহারের আবেদন জানিয়েছিল। সেই দাবিতে সাড়া দেয় এসিসিও।

এর আগে গত সপ্তাহে পিসিবি দাবি তোলে, ভারতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে পাকিস্তানের খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কার মুখে পড়তে হবে। পিসিবির নির্বাহী কমিটির সাবেক প্রধান নাজাম শেঠি ভারতকে আয়োজকের তালিকা থেকে বাদ দেয়ার সেই দাবি তোলেন।