চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পল্লবীতে আনিস হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আনিস নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো শমসের ও মো. লালু। এর মধ্যে লালু পলাতক রয়েছে। এছাড়া রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, আসামিরা ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনিসকে পল্লবীর বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে। এরপর আনিসের লাশ ওয়াপদা বিল্ডিংস্থ মিল্কভিটা মাঠের পশ্চিম পার্শ্বে খালি মাঠে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

ওই ঘটনায় আনিসের ভাই ওমর ফারুক বাদি হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মোবাইল ফোন সেট নিয়ে ঝগড়ার জের ধরে তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

পল্লবী থানার এসআই শেখ মতিয়ার রহমান ও ইয়াসীন গাজী মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি এই দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় নয়জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান লিখন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আবদুর রব মামলাটি পরিচালনা করেন।