চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পর্যায়ক্রমে সব পেনশনভোগী ঘরে বসেই ভাতা তুলতে পারবেন: অর্থমন্ত্রী

পর্যায়ক্রমে সব পেনশনভোগীরা ঘরে বসেই ভাতা তুলতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে তার ব্যাংক হিসাবে অর্থ জমা হবে।

প্রায় সাড়ে ৬ লাখ পেনশনভোগীর জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি কার্যক্রম উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সুখবর জানিয়েছেন।

সচিবালয়ে এই প্রকল্পের আওতায় নির্বাচিত সাবেক কর্মকর্তাদের পেনশন ভাতা তাদের ব্যাংক হিসাবে জমা করা হয়।

সুবিধাজনক সময়ে কর্মকর্তারা যেকোন ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ তুলতে পারবেন।

অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী জানান, প্রাথমিকভাবে শুরু হওয়া এই কার্যক্রমের সাফল্য দেখে সাড়ে ৬ লাখ পেনশনভোগীদের ইএফট্রি আওতায় সুবিধা প্যৌছে দেয়া হবে।

অর্থমন্ত্রী অবশ্য আশাবাদী আগামী বাজেটে সার্বজনীন পেনশন স্কীম চালুর রূপরেখা ঘোষণা করতে পারবেন তিনি।