চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পর্ন দেখা বাদ দিয়ে বিশ্ব দেখছিল আইফোন উম্মোচন

প্রতি বছর নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে বেশ টানটান উত্তেজনা দেখা যায় অ্যাপলপ্রেমীদের মাঝে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। এই সংখ্যা এতোই বেশি ছিল যে পর্ণ দেখা বাদ দিয়ে সবাই বসে গিয়েছিল আইফোন উন্মোচন দেখতে।

অনলাইন ট্রাফিক সংখ্যা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে পর্ণহাব। ওয়েবসাইটটি জানিয়েছে, অ্যাপল কীনোট স্পিচ চলার সময়টাতে ভিজিটির সংখ্যা একেবারেই কমে গিয়েছিল।

অ্যাপলের এই অনুষ্ঠান শুধুমাত্র সাফারি ব্রাউজার, অ্যাপল টিভি এবং মাইক্রোসফট এজ ব্রাউজার থেকেই দেখার সুযোগ ছিল। ফলে হিসেব করতে খুব বেশি বেগ পেতে হয়নি পর্ণহাবের। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে ম্যাকওএস এবং আইওএস ডিভাইস থেকে যথাক্রমে ৮ এবং ১২ শতাংশ ব্যবহারকারী কমে গিয়েছিল।

অন্যদিকে এজ এবং সাফারি ব্রাউজার থেকে ব্যবহারকারী কমেছিল অন্য সময়ের তুলনায় ৪ এবং ৮ শতাংশ। তবে অ্যাপল লাইভস্ট্রিম শেষ হওয়ার পরই আবারও ভিজিটর সংখ্যা বাড়তে শুরু করে পর্ণহাবে।

শুধু এ বছরই যে এমনটি ঘটেছে, তা নয়। গত বছরও অ্যাপলের এই অনুষ্ঠানের সময় একই চিত্র দেখা গিয়েছিল পর্ণহাবে। তখনও প্রায় একই পরিমাণে কমেছিল ভিজিটর সংখ্যা।