চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পর্নো সাইটে অপ্রাপ্ত বয়স্কদের প্রবেশ বন্ধ হচ্ছে

প্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত থাকা পর্নো সাইটগুলোতে অপ্রাপ্ত বয়স্কদের প্রবেশ বন্ধ করতে যুক্তরাজ্যে কঠোর ব্যবস্থা আসছে। এছাড়া এখন থেকে পর্নো সাইটগুলোতে ঢোকার আগে ব্যবহারকারীকে প্রমাণ করতে হবে তার বয়স ১৮ বছরের বেশি।

‘ডিজিটাল ইকোনমি অ্যাক্ট’ নামে যুক্তরাজ্যে জারি হতে চলা এই নতুন একটি আইনে পর্নো সাইটগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে।

তাই আইন মানতে সাইটগুলো এখন থেকে ক্রেডিট কার্ডের নম্বরও চাইতে পারে, কেননা যুক্তরাজ্যে ১৮ বছরের ওপরে সব ভোক্তারই নিজস্ব ক্রেডিট কার্ড রয়েছে।

তবে শিশুদেরকে পর্নো সাইটের গ্রাস থেকে মুক্ত করতে গিয়ে অসংখ্য মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাকে ভালো চোখে দেখছে না ‘ওপেন রাইটস গ্রুপ’ নামের একটি ইন্টারনেট অধিকার বিষয়ক সংস্থা। সংস্থাটি বলছে, এতে করে বিপুল সংখ্যক মানুষের ব্যক্তিগত জীবন জনসমক্ষে ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

তবে ‘ওপেন রাইটস গ্রুপ’ আপত্তি জানালেও আইন প্রণয়ন নিয়ে আপাতত অনড় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যের ডিজিটাল মন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘শিশুদের ইন্টারনেট জগতকে শক্তিশালী, নিরাপদ করতে এই আইন হচ্ছে। শিশুদেরকে ইন্টারনেটে নিরাপদ করতে এমন আইন প্রণয়ন দরকার ছিল।’