চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরের দুই ম্যাচে নেই ইমরুল

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে থেকেও চোটের কারণে একাদশে বিবেচিত হননি ইমরুল কায়েস। ১৬ সদস্যের সেই দল থেকে আঙ্গুলের ইনজুরিতে ভোগা ইমরুলকে বাইরে রেখে পরের দুই ম্যাচের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইমরুল ছিটকে গেলেও বাকি ১৫ জন টিকে গেছেন। যাদের নিয়েই আগামী সোমবার জিম্বাবুয়ে ও বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দুটি দলকেই প্রথম দেখায় বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফীর দল। জিম্বাবুয়েকে ৮ উইকেটে আর শ্রীলঙ্কাকে নিজেদের ওয়ানডে ইতিহাসের বড় ব্যবধান ১৬০ রানে হারায় টাইগাররা। দুই ম্যাচেই একটি করে বোনাস পয়েন্ট পাওয়ায় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনেকটাই নিশ্চিত স্বাগতিকদের। ২৭ জানুয়ারি আসরের ফাইনাল।

১৫ সদস্যের বাংলাদেশ দল
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান রাজু।