চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পথ দেখিয়ে গেলেন তামিম

শুরুর ধাক্কাটা সামলে নিতে বড় জুটির দরকার ছিল। মুশফিককে নিয়ে ১২৩ রান যোগ করে সেই কাজটা ভালোভাবেই সেরে গেলেন তামিম। দলকে বড় সংগ্রহের পথে দেখিয়ে অবশ্য ৭০-এর ফিরেছেন এই বাঁহাতি।

এজবাস্টনের সেমিফাইনালে তৃতীয় উইকেট জুটিতে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের শতরানের জুটি দেড়শ পেরিয়ে গেছে টাইগাররা। শুরুর বিপদ কাটিয়ে যখনই পথের দিশা মিলছিল তখনই সাজঘরে সেঞ্চুরিয়ান সাকিব (১৫)।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তবে ভরসা হয়ে আছেন ফিফটি পেরিয়ে যাওয়া মুশফিক। সঙ্গী গত ম্যাচে শতক করা মাহমুদউল্লাহ।

কেদার জাদভের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরা তামিমের ৮২ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা।

শুরুতে ব্যাটিং উইকেটে বাংলাদেশের স্কোরটা আরও ভালো হতে পারতো। কিন্তু ৩১ রানের মধ্যে সৌম্য সরকার ও সাব্বির রহমানকে হারিয়ে কিছুটা চাপেই পড়ে বাংলাদেশ।

প্রথম ওভারেই সৌম্য সরকারের (০) উইকেট হারায় বাংলাদেশ। অফস্টাম্পের অনেকটা বাইরের বল উইকেটে টেনে আনেন এই বাঁহাতি। তিনে নেমে সাব্বির রহমান স্বভাবসুলভ মেজাজেই ব্যাট চালাচ্ছিলেন। বেশ কয়েকটি দুর্দান্ত শটে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু ২১ বলে চার বাউন্ডারিতে ১৯-এর বেশি দিতে পারেননি। পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ তুলে সাজঘরে এই ডানহাতি। দুটি উইকেটই ভুবনেশ্বর কুমারের ঝুলিতে।