চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নোটিশ ছাড়াই গায়ের জোরে বাড়ি ভাঙা হচ্ছে: মওদুদ

উচ্ছেদ হওয়া বাড়ি ভাঙার প্রতিক্রিয়ায়  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বলেছেন, আইনি নোটিশ ছাড়া গায়ের জোরে বাড়ি ভাঙা হচ্ছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে তার দল বিএনপি বলেছে, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি থেকে দৃষ্টি ভিন্ন দিকে সড়াতেই এ ঘটনা।

সর্বোচ্চ আদালতের রায়ের পর গত ৭ জুন গুলশানের এই বাড়িটি থেকে উচ্ছেদ করা হয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুওদুদ আহমেদকে।

পরে গুলশান এভিনিউয়ে ১৫৯ নম্বর হোল্ডিংয়ে ওই বাড়িটি ছেড়ে নিজের ব্যাক্তিগত ফ্ল্যাটে ওঠেন মওদুদ। রোববার সকালে বাড়িটি ভাঙা শুরু করে রাজউক।

অন্যদিকে বাড়ি ভাঙা শুরু হওয়ার পরপরই সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা জানায় বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির দায়ভার স্বীকার করে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: