চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেক ব্লাস্ট: বোরোর জন্য আরেক বিপর্যয়

এবারের বোরো মৌসুমে বড় এক বিপর্যয় ধানের নেক ব্লাস্ট রোগ। দেশের গোটা উত্তর পশ্চিমাঞ্চলে জুড়ে এই রোগের কারণে এবার বোরোর ফলনে বড় ধরনের ঘাটতির আশংকা করছেন কৃষক। যদিও কৃষি বিভাগ এই ক্ষতিকে গৌণ হিসেবে দেখছে, কিন্তু এ কারণে ইতোমধ্যে সীমাহীন বিপর্যয়ে পড়েছেন বহু কৃষক।

ধানের এই বড় মৌসুমে কৃষকের স্বপ্ন পূরণ করে ঘরে ফসল ওঠার আগেই পুড়ে গেছে কপাল। ঘাড় ভেঙ্গে জ্বলে পুড়ে গেছে ধানের শীষ। দূর থেকে বোঝা না গেলেও কাছে গেলে টের পাওয়া যায় এর ভয়াবহতা।

পঞ্চগড়ের বোদা উপজেলার ইসলামপুরের বিস্তীর্ণ একটি বোরো ক্ষেতের কমপক্ষে ১০০ বিঘার ফসল এভাবে নষ্ট হয়েছে বলে কৃষকদের দাবি। আশেপাশের এলাকার চিত্রও একই। এখানকার সব কৃষকই কেউ শতভাগ, কেউ আশিভাগ ক্ষতির শিকার।

তারা বলছেন, এই বিপদে কৃষিবিভাগকে নাগালে পাওয়া যায়নি। যেখানে ব্লাস্ট ঢুকেছে, সেখানে ছড়িয়েছে সিংহভাগ জমিতে। কেউ কৃষি বিভাগের প্রাথমিক পরামর্শ গ্রহণ করতে গিয়ে পড়েছেন আরও বিপদে।

গোটা উওরাঞ্চলের সব জেলাতেই ব্লাস্টের ক্ষতিতে দিশেহারা কৃষক। কিন্তু কৃষি বিভাগ সামগ্রিকভাবে এই ক্ষতিকে দেখছে গৌণ হিসেবে।

তবে ব্লাস্ট যাদের শতভাগ স্বপ্ন কেড়ে নিয়েছে তারা কতদিনে উঠে দাঁড়াতে পারবেন, প্রশ্ন সেখানেই।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: