চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিটকয়েনের মতো মুদ্রা চালুর পরিকল্পনা করছে ইসরায়েল

লেনদেন ব্যবস্থা আরও গতিশীল করতে এবং নগদ অর্থের উপর নির্ভরশীলতা কমাতে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি চালু করতে পারে ইসরায়েল। ব্যাংক অব ইসরায়েল ইতোমধ্যেই এ বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পেলে ২০১৯ সালের বাজেটেই ক্রিপ্টকারেন্সি অন্তর্ভুক্ত করা হতে পারে।

এ তথ্য জানিয়েছে বিভিন্ন টেক গণমাধ্যম।

বিটকয়েন থেকে একেবারেই আলাদা ধরণের হতে পারে ইসরায়েলের এ ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সি হবে একেবারেই নিরাপদ যা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। দেশটির মানি লন্ডারিং আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এ ডিজিটাল মুদ্রা।

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালুর কথা ভাবলেও বিটকয়েন এবং জনপ্রিয় অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে দেশটির মনোভাব একেবারেই বিপরীত। তেলআবিব স্টক এক্সচেঞ্জে এসকল ক্রিপ্টোকারেন্সির লেনদেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে যেকোনো সময়।

ইউরোপের দেশ এস্তোনিয়া এ বছরের আগস্টে ক্রিপ্টোকারেন্সি চালুর কথা জানিয়েছিল। ‘এস্টকয়েন’ নামের এ মুদ্রার জন্য ইনিশিয়াল কয়েন অফারিংয়েরও (প্রাথমিকভাবে বিক্রির প্রস্তাব) ঘোষণা দিয়েছিল দেশটি। একই পরিকল্পনা রয়েছে এশিয়ার দুই দেশ চীন ও সিঙ্গাপুরের।