চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিউজিল্যান্ড সিরিজ শেষে যা বললেন কোচ হাথুরুসিংহে

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: নিউজ্যিলান্ডের সফর হার দিকে শেষ করলেও সবকিছুর মধ্যে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।

নিউজিলান্ডের স্থানীয় সময় দুপুরে হোটেল লবিতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

হাথুরু বলেন: ফলাফল অবশ্যই হতাশাজনক, তবে সবকিছুর মধ্যে ইতিবাচক দিকও আছে। পুরো সময়টা জুড়েই প্রতিযোগিতা তৈরি করতে পেরেছিলাম আমরা। আমাদের সুযোগও ছিল। এরকম কন্ডিশনে প্রতিযোগিতামূলক খেলাটাও একটা বড় ব্যাপার।

নিউজিল্যান্ডকে ফেভারিট উল্লেখ করে কোচ বলেন: কিউইরা ফেভারিট হিসেবেই ভালো খেলেছে। কিন্তু এটা কোন অজুহাত হতে পারে না। দুই টেস্টেই আমরা ওদের চেয়ে কিছু কিছু দিক দিয়ে অনেক পিছিয়ে ছিলাম।

হাথুরুসিংহে বলেন: ক্রিকেটে নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলোর মতো আমরা এখনো মানসিক এবং শারিরীক ঘাটতিগুলো কাটিয়ে উঠতে পারিনি।

দেশের মাটিতে সাফল্যের পর নিউজিল্যান্ডের মাটিতে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ‘টিম টাইগার্স’। তিন ম্যাচ ওয়ানডের পর তিন ম্যাচ টি২০ সিরিজ, শেষে দুই ম্যাচ টেস্ট সিরিজ-সবকটিতেই হার দেখে মুশফিক-তামিমরা।