চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নায়ক মান্নাকে ছাড়া কেটে গেছে ৯ বছর

বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মান্নাকে ছাড়া কেটে গেছে ৯ বছর। আজকের এইদিনে আকস্মিকভাবে না ফেরার দেশে চলে যান তুমুল জনপ্রিয় এই অভিনেতা।

দিনটির স্মরণ করে মান্না ফাউন্ডেশন আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রয়াত মান্নার স্ত্রী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না রাজধানীর উত্তরার বাসায় কোরআন খতম ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন।অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেরই উপস্থিত থাকবেন।

অন্যদিকে প্রয়াত মান্নাকে স্বরণ করে বাদ আসর এফডিসির জামে মসজিদে শিল্পী সমিতির পক্ষ থেকে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে মান্নার চলচ্চিত্রে অভিষেক হয়।তার অভিনীত প্রথম ছবি ‘তওবা’(১৯৮৪)। এরপর একে একে প্রায় সাড়ে তিন’শ ছবিতে অভিনয় করেছেন।

নায়ক মান্না অভিনীত উল্লেখযোগ্য ছবি ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাশ’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, `সিটি `মনের সাথে যুদ্ধ`, `বড় লোকের জামাই’ প্রমুখ।