চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাসিরের ব্যাটে ঝড়

প্রথম দুদিনে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়ায়নি একটি বলও। তৃতীয় দিনে হয়েছে মাত্র ১৭ ওভার। সোমবার শেষদিনে রংপুর ও ঢাকা দুদলই ব্যাট করেছে। নিরুত্তাপ সেই ড্র ম্যাচে ব্যাটে ঝড় তুলে ফিফটি ছুঁয়েছেন নাসির হোসেন।

বগুড়ায় জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচটিতে ঢাকা বিভাগের বিপক্ষে রংপুরের হয়ে ২৬ বলে ফিফটি করেছেন নাসির। শেষপর্যন্ত ৩৭ বলে ৫২ রানে থেমেছেন, ৭ চার ও ২ ছক্কার ইনিংস সাজিয়ে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

নাসির ফিরলেও সোহরাওয়ার্দী শুভ অপরাজিত থকেন ৮০ বলে ৫৬ রানে। তাদের আগে রংপুরের দুই ওপেনার সায়মন আহমেদ (৬৩) ও জাহিদ জাভেদ (৫৩) ফিফটির ইনিংস খেলে ফেরেন।

পরে ইনিংস ঘোষণা করে ঢাকাকে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছে রংপুর। সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন রনি তালুকদার, ৬০ রানে সাজঘরে হাঁটা দেন ৩টি করে চার-ছয়ে। জয়রাজ শেখের ব্যাটে এসেছে ৪৫ রান।

রংপুর প্রথম ইনিংসে ২৩৭ রানে ইনিংস ঘোষণা করেছিল। পরে ঢাকার সংগ্রহ যখন ৩ উইকেটে ১৫০, তখন আলোকস্বল্পতায় খেলা থামাতে হয়। সেখান থেকেই ড্রয়ে সমাপ্তি দেখে ম্যাচ।