চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারী শিক্ষার উন্নয়নে মায়েদের বিশেষ সুবিধা প্রদান করা হবে: ডেপুটি স্পীকার

দেশে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে নতুন-নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য শিক্ষার্থীর মাকেও বিশেষ ভাতার আওতায় নিয়ে আসা হবে, যাতে করে নারীরাও সকল ক্ষেত্রে কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত হতে পারে। গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও ছাত্রীদের হাতে মায়ের পা ধোয়ানো এবং মা সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

বিদ্যালয় মাঠে অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নাজমুল হুদা দুদু, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন।