চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নানা আয়োজনে জাহাঙ্গীরনগরে ‘অ্যালামনাই ডে মিলনমেলা’

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানান আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে ‘অ্যালামনাই ডে মিলনমেলা-২০১৭’। বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’র উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে আসা প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে পুরো ক্যাম্পাস।

শুক্রবার সকাল ১১ টায় ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দিবসটির নানান কর্মসূচি উদ্বোধন করেন অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অ্যালামনাই ডে মিলনমেলা আমাদের সবাইকে আলোড়িত ও আন্দোলিত করে। এই অনুষ্ঠান ঘিরে বর্তমান ও প্রাক্তনদের মাঝে সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সংস্কৃতি চর্চায় এ ধরনের অনুষ্ঠানের প্রভাব খুবই ইতিবাচক প্রভাব ফেলে।’

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণিল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এদিকে প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে র‌্যালিতে অংশগ্রহণ করে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ ক্লাব।

এছাড়াও, বেলা সাড়ে ১১টায় দিকে সেলিম আল দীন মুক্তমঞ্চে দ্বিতীয় ব্যাচে নতুন ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের সংবর্ধনা, ১২টায় আলোচনা সভা, একটায় মধ্যাহ্নভোজ, আড়াইটায় স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।