চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাটোর ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নাটোরের বড়াইগ্রাম ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। দুটি দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি নামক স্থানে ঢাকা থেকে কুষ্টিয়াগামী  হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪৭৩৪৮) সঙ্গে  রিকশা-ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়। গুরুতর আহত হয় রিকশা-ভ্যানের যাত্রী।

নিহত ভ্যান চালকের নাম সবুজ (৩৫)। তিনি লালপুর উপজেলাধীন কদিমচিলান গ্রামের আলতাব হোসেনের ছেলে।

রাত তিনটার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় মহাসড়কে ট্রাক ও  রাজশাহী থেকে ঢাকাগামী অপর একটি আম বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার আয়নাল হক (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয় ড্রাইভার। আহতদের রাজশাহীর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুন নূর দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

অন্যদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ড ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়।  নিহতরা হলেন, মো:ইব্রাহীম (৩৫) ও মো:জাহিদ (৩০)।

গজারিয়া হাইওয়ে ফাড়ি ইনচার্জ এস আই হাসেম মুন্সী জানান, শুক্রবার সকালে কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুই পথচারী যুবক নিহত হয়।

এ দুর্ঘটনায় আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক কাভার্ড ভ্যান ও চালক মনির হোসেনকে (৪০) আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা সনাক্ত করা যায়নি।