চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাগরিক সমাবেশের প্রস্তুতি সম্পন্ন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ নাগরিক সমাবেশ করবে আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টরি হেরিটেজ স্বীকৃতি দেওয়া উপলক্ষে আওয়ামী লীগের নেওয়া ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই নাগরিক সমাবেশ।

শনিবার দুপুর ২টায় জনসভা শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় লেখক অধ্যাপক ড. জাফর ইকবাল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাত্র ১৯ মিনিটের ভাষণে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন।