চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নর্থ কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি অর্থহীন হবে: পুতিন

নর্থ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধান না করে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জাতিসংঘের পুনরায় নিষেধাজ্ঞা জারি অর্থহীন বলে জানিয়ে দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন করে নর্থ কোরিয়ার হাইড্রোজেন বোমা বিস্ফোরণ চালানোর ঘটনার সমাধান একমাত্র কূটনৈতিকভাবেই হতে পারে বলে মনে করেন ভ্লাদিমির পুতিন। যদি এর সমাধান নিষেধাজ্ঞার মাধ্যমে করা হয় তাহলে বিশ্ব বিপর্যয়ের মুখে পরবে বলে হুঁশিয়ারি করেছেন বিশ্বের এই প্রভাবশালী নেতা।

মঙ্গলবার পাঁচ জাতির “ব্রিকস ক্লাবের” চীন সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান পুতিন।

পুতিন সতর্ক করে দিয়ে বলেন, নিষেধাজ্ঞার ফলে বিশ্বে বিপর্যয় নেমে আসতে পারে। গত রোববার নর্থ কোরিয়ার হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটানোতে জাতিসংঘ নতুন করে দেশটির উপর কড়া নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার প্রেক্ষিতে রুশ নেতা এ কথা বলেন। পুতিন নর্থ কোরিয়ার হাইড্রোজেন বোমা বিস্ফোরণের নিন্দা জ্ঞাপন করে বলেন, এটা উস্কানিমূলক উদ্দেশ্যে করা হয়েছে। পুতিন বলেন, ‘জাতিসংঘের নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা হবে অকার্যকর এবং অদক্ষতার পরিচয়।’

রুশ নেতা সংকট সমাধানে সংলাপের জন্য উদ্যোগ নিতে আহবান জানিয়ে বলেন, ‘তা না হলে পরিস্থিতি খারাপ হবে, আর তাতে করে বিশ্বে বিপর্যয় নেমে আসবে এবং বহু লোক বিপদগ্রস্ত হবেন।’