চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নওগাঁর বাবনের সমন্বিত বাগান

নওগাঁর পত্মীতলা উপজেলায় সমন্বিত বাগান গড়েছেন দেলোয়ার হোসেন বাবন। বছরে ওই বাগান থেকে কয়েক লাখ টাকার ফল বিক্রি করছেন তিনি। উপজেলার নকুচা গ্রামের দেলোয়ার হোসেন বাবন ২০০৫ সালে আম ও লিচুর বাগান গড়ে তোলেন। এ বছর নতুন করে গড়ে তুলেছেন থাই পেয়ারার বাগান।

বাবন ২০ বিঘা জমিতে আম, ১০ বিঘায় লিচু এবং ১৬ বিঘা জমিতে পেয়ারা। গত বছর আম থেকে তিন লাখ টাকা, লিচু থেকে তিন লাখ টাকা মুনাফা পেয়েছেন তিনি। এ বছর ৩ লাখ টাকার পেয়েরা বিক্রির আশা করছেন বাবন।

এই বাগান ইতোমধ্যেই সাড়া জাগিয়েছে এলাকার অন্য কৃষকদের মাঝে।  জেলার পোরশা, পত্মীতলা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলায় ফসলি জমিতে ব্যাপকভাবে আম বাগান গড়ে উঠছে। প্রতি বছর এসব এলাকায় ১ হাজার একর করে বাগানের পরিধি বাড়ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: