চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নওগাঁয় আওয়ামী লীগ নেতার মার্কেট দখলের অভিযোগ

পুরনো একটি বিপণী বিতান ভেঙ্গে প্রকাশ্যে জায়গা-জমি জবর দখলের অভিযোগ উঠেছে নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর বিরুদ্ধে। জমি দখল করতে লাঠিয়াল বাহিনী নিয়ে দস্যুতা করেন তিনি। ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও ক্যামেরা ছিনিয়ে নেয় শাহজাহানের ক্যাডাররা।

সাপাহার জিরো পয়েন্টের গিয়াস মার্কেটটি ক’দিন আগে হঠাৎ নিজের দাবি করেন শাহজাহান। ক্যাডার বাহিনী নিয়ে জোরপূর্বক দখলের পর রাতারাতি নতুন করে স্থাপনা গড়ে তোলা শুরু করে। এই ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জবর দখলের ছবি তুলতে গেলে শাহজাহান ও তার ক্যাডাররা হামলা চালায় সাংবাদিকদের উপর।

স্থানীয়দের দাবি গিয়াস মার্কেটটি প্রয়াত গিয়াস উদ্দীনের। পৈত্রিক সূত্রে দীর্ঘদিন ধরে সেটি দেখভাল ও ভোগ-দখল করে আসছিলো তার ছেলে-সন্তানরা। দলীয় প্রভাব খাটিয়ে সেটি জোরপূর্বক দখলে যায় শাহজাহান।

জমি দখলের বিষয়টি স্বীকার করে ক্রয়সূত্রে মার্কেটের একাংশে ৪ শতক জমি নিজের দাবি করেন এই আওয়ামী লীগ নেতা শাহজাহান। সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি অস্বীকার করেন তিনি। ঘটনায় হামলাকারী পাঁচজনকে গ্রেফতার করলেও জবর দখল ঠেকাতে পারেনি পুলিশ।