চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিপাকে রূপা গাঙ্গুলী

ধর্ষণ নিয়ে মন্তব্য করার কারণে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ এবং এক সময়ের আলোচিত অভিনেত্রী রূপা গাঙ্গুলীর বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। গত শুক্রবার পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তার বিষয়ে কথা বলার সময় ধর্ষণ নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন।

ভারতে ধর্ষণ ইস্যুতে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মন্তব্য করেন রূপা গাঙ্গুলী। তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘তাদের স্ত্রী ও কন্যাকে পশ্চিমবঙ্গে বাংলায় পাঠান…যদি তারা সেখানে ১৫ দিনের বেশি ধর্ষণের শিকার না হয়ে টিকতে পারে, তা হলে আমাকে এসে বলা হোক।’

এই অভিযোগের পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেসের নেতা ও জ্বালানীবিষয়ক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, ‘পুরো রাজ্যকে অভিযোগ করার আগে তিনি কয়বার বাংলায় এসে ধর্ষণের শিকার হয়েছেন, এটাও বলা উচিত তার। তাহলেই সত্যতা বোঝা যাবে।’

পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা কারণে বিজেপির প্রেসিডেন্ট দিলীপ ঘোষের বিরুদ্ধেও পুলিশ তদন্ত করছে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গত মাসে তিনজন আদিবাসী নারীকে গণ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। এতে আদিবাসীরা বিক্ষোভ শুরু করে এবং আসামীকে গ্রেফতার করার দাবি জানায়। এরপর বিজেপির এক নেতা অভিযোগ করেন, পুলিশ আসামীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেসের কথায় পুলিশ কাজ করছে। এরপর থেকেই রাজনৈতিক নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। এনডি টিভি।