চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘দ্রুত বিলবোর্ড, ব্যানার না সরালে মামলা ও জরিমানা’

দ্রুততম সময়ের মধ্যে অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার, সাইনবোর্ড সরিয়ে নিতে নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা, জরিমানা এমনকি ট্রেড লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থায় যাওয়ার হুমকি দিয়েছেন তিনি।

উত্তর সিটি কর্পোরেশনকে সবুজে ছেয়ে দিতে ২৯ হাজার গাছ লাগানোর অভিযানে নাগরিকদের সক্রিয় সহায়তাও চেয়েছেন আনিসুল হক। 

আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন ১ বছর ৩ মাস। নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিলো মহানগরীকে সবুজ, পরিচ্ছন্ন রেখে বাসযোগ্য করা। দায়িত্ব নিয়েই বিলবোর্ড অপসারণ থেকে শুরু করে তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের মতো বড় কাজ করে প্রশংসিত হয়েছেন মেয়র। তবে এখনো যেতে হবে বহুদূর, নিজেই স্বীকার করলেন তিনি।

বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণ অপসারণ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র জানালেন বাসযোগ্য ঢাকা গড়তে অটল তিনি।

নিজ নিজ এলাকায় নাগরিক সুবিধার হানি হলে তথ্য দিয়ে সিটি কর্পোরেশন প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

সদ্য চালু হওয়া মোবাইল অ্যাপস ‘নগর’ ব্যবহার করেই নাগরিকরা সহজে সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে জানান তিনি।