চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই দশকেও খুলনায় হয়নি পূর্ণাঙ্গ রবীন্দ্র কমপ্লেক্স

দুই দশকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত খুলনার দক্ষিণডিহিতে পূর্ণাঙ্গ রবীন্দ্র কমপ্লেক্স হয়নি। বছর বছর শুধু প্রতিশ্রুতি আর স্বপ্ন দেখানোর মধ্যেই সীমিত রয়েছে এই উদ্যোগ।

খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের শ্বশুরবাড়ী, নন্দনপুরে পূবর্পুরুষ ও রূপসার পিঠাভোগের মাতুলালয়ে অনেক স্মৃতি রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু একসময় তা কালের গর্ভে হারিয়ে যেতে বসে।

১৯৯৫ সালে দক্ষিণডিহির বাড়ীসহ আংশিক জমি দখলদারদের কাছ থেকে উদ্ধারের পর শান্তিনিকেতনের আদলে একটি রবীন্দ্র কমপ্লেক্স নির্মানের উদ্যোগ নেয় সরকার। আজও তা স্বপ্নের পর্যায়েই রয়ে গেছে।

এখানে পরিপূর্ণ রাবীন্দ্রিক পরিবেশ তৈরি করে কবিগুরুকে যথাযথভাবে সম্মানীত করার দাবি বিশিষ্টজনের। এ ব্যাপারে প্রশাসনের প্রচেষ্টা রয়েছে, জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: