চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দিনাজপুরের পীর হত্যার ‘মূল আসামি’ কুড়িগ্রামে গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের চাঞ্চল্যকর পীর ফরহাদ হোসেন চৌধুরী হত্যার মূল আসামি শফিকুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার সীমান্তবর্তী এলাকা জয়মনির বাজার থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১৩’র অধিনায়ক এটিএম আতিকুল্লাহ্ সংবাদ সম্মেলনে জানান, পীর ইসাহাক আলী ও পীর ফরহাদের মধ্যে দ্বন্দ্ব, মতবিরোধকে কেন্দ্র করে পীর ফরহাদ ও গৃহ পরিচারিকা রুপালী বেগমকে হত্যা করে বাবু ও তার সঙ্গীরা। পীর ইসাহাক আলীর নির্দেশে পীর ফরহাদকে হত্যার মাধ্যমে বাবুকে পীরের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার আশ্বাসেসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

গত ১২ মার্চ পীর ফরহাদ হোসেন চৌধুরী (৫৫)  ও তার গৃহকর্মী রুপালী (১৮) কে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা।

ফরহাদ দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেন। ৬/৭ বছর আগে হঠাৎ দাঁড়ি রেখে জুব্বা আলখেল্লা পরে পীরের বেশ ধারণ করেন। আস্তানা গাড়েন তার গ্রামের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬ নং আটগাঁ ইউপি’র দৌলা গ্রামে। সেখানে একটি খানকাহ (দরবার শরীফ) আস্তানা গড়ে তুলেন। আশপাশ এলাকাসহ বিভিন্ন স্থানের বেশ কিছু মুরিদ ও ভক্ত তৈরি হয় তার।