চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দর্শকপূর্ণ ফুটবল স্টেডিয়ামে জোড়া বোমা হামলা

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে একটি ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বোমা হামলা ও গুলিতে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৬৬ জন।

জনপ্রিয় দু’টি ফুটবল ক্লাবের মধ্যে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছে।

হামলা দু’টির একটি গাড়ি বোমা এবং একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ বলে জানিয়েছে বিবিসি।

বেসিকতাস স্টেডিয়ামে ওই হামলার পর পরই ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। হামলার ঘণ্টা দুই পর স্টেডিয়াম থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আশপাশে থাকা লোকজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সন্ত্রাসী হামলার ব্যাপারটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলেননি।

এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এ বছর তুরস্কে হওয়া হামলাগুলোর পেছনে কুর্দি জঙ্গি বা আইএস জড়িত ছিল। তাই তাদেরই সন্দেহ করছে কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।