চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

থমকে গেছে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান সড়কের সংস্কার কাজ

রাজধানীর তেজগাঁওয়ের প্রধান সড়কের সংস্কার কাজ থমকে গেছে। প্রথমবারের মতো অত্যাধুনিক ‘কোল্ড মিলিং’ মেশিন দিয়ে খুব অল্প সময়ে রাস্তা সমতল করে কার্পেটিংয়ের কথা ছিলো, কিন্তু তা হয়নি। সিটি কর্পোরেশন বলছে, কারিগরী বিষয়গুলো যাচাই-বাছাই করতে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে।

রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীর কোথাও উঁচু-নীচু, আবার কোথাও খানাখন্দে ভরা থাকায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলে পথচারীদের অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।

গত ৬ অক্টোবর এই সড়কে প্রথমবারের মতো কোল্ড মিলিং মেশিনের সাহায্যে রাস্তার কিছু উঁচু-নিচু জায়গা সমতল করা হয়। এমন বাস্তবতায় ভোগান্তি থেকে মুক্তির আশা করছিলেন নগরবাসী। কিন্তু সেই আশার আলো আবার থমকে গেলো।

তবে সিটি কর্পোরেশন বলছে, নতুন মেশিন দিয়ে কাজ করার পর সড়কের কোথাও দেবে যায় কিনা কিংবা অন্য কোন সমস্যা তৈরি হয় কিনা তা পর্যবেক্ষণ করে আবারও কাজ শুরু হবে।

সড়কটি সংস্কারে ২৪ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানান ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ সফি। আর সড়ক সংস্কারের কাজ আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: