চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ত্বকী হত্যার বিচার আইনের শাসনের দৃষ্টান্ত হতে পারে

সাত খুনের বিচারের রায় হওয়ার পর নারায়নগঞ্জেরই আরেকটি আলোচিত ত্বকী হত্যা মামলার বিচার নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর।

ত্বকী হত্যার বিচার আইনের শাসনের দৃষ্টান্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শওগাত আলী সাগর লিখেছেন, ‘নারায়নগঞ্জের সাত খুনের বিচারের রায়কে যারা আইনের শাসনের দৃষ্টান্ত হিসেবে উচ্ছাস করেন- আমি তাদের সাথে বিনীতভাবে ভিন্নমত পোষণ করি। এটি আইনের স্বাভাবিক প্রবাহ। সেই প্রবাহকে রাষ্ট্র তথা সরকার ব্যাহত করেনি। প্রথমত করার কোনো কারন ছিলো না, কেননা- এর সাথে কোনো রাজনীতি নেই। দ্বিতীয়ত: এটা সম্ভবও ছিলো না।এতো বড় এবং নৃশংস একটি ঘটনায় সরকারের কোনো পক্ষ হওয়ার প্রয়োজনও ছিলো না।’

তিনি আরও লিখেছেন, ‘নারায়নগঞ্জের কিশোর ত্বকী হত্যার অবাধ বিচার হওয়াটা বরং আইনের শাসনের দৃষ্টান্ত হতে পারে। এই খুনের সঙ্গে রাজনীতি আছে, যেই রাজনীতি আইনের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করতে রাষ্ট্র তথা সরকারকে প্রভাবিত করতে পেরেছে।’