চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিনতলা ভবনে আট বছরের অনন্য ছাদকৃষি

যশোর শহরের আর এন রোডের তিন-তলা ভবনের ছাদে আট বছরে অনন্য কৃষি সাফল্যের নজির গড়েছেন ব্যবসায়ী লুৎফর রহমান। ছাদ থেকেই মেটাচ্ছেন তিনি পারিবারিক ফল ও সবজি চাহিদার বড় অংশটি। মিটছে কৃষিকাজের যুক্ত থাকার সাধও।

ছাদের ওপর কৃষি। তার জন্য ভবন নির্মাণের সময়ই এই অবকাঠামো আয়োজন। ১৩টি স্থায়ী কাঠামোর ভেতরে মাটির গভীর স্তর। সেখানে নানা ফলের গাছ। এর নীচেই বছরব্যাপী কয়েক দফা আবাদ হচ্ছে সবজি।

ছাদকৃষির উদ্যোক্তা লুৎফর রহমান বলেন,ছাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বাগান করি। বর্তমানে সংসারের খাদ্যের যোগান দিয়ে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়।

যশোরের মুখচেনা ব্যবসায়ী লুৎফর রহমান কৃষিকে জীবনের সঙ্গে ধরে রাখতেই আট বছর আগে সাজিয়েছেন এই কৃষি। এখন এখান থেকেই মিটছে পারিবারিক ফল ও সবজি চাহিদার প্রায় শতভাগ।capture-%e0%a7%a7

কৃষিতে উৎকর্ষ যেমন আছে, আছে কিছু সংকটও। লুৎফন রহমান বলছেন, সেগুলো মেটাতে হয় নিজেকেই। এই ছাদকৃষি থেকে অনেক কিছুই পাচ্ছে তার পরিবারের অন্য সদস্যরাও।

লুৎফর রহমান এখন বুঝে গেছেন, এমন ছাদকৃষির গুরুত্ব ও উপযোগিতা।