চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাবি প্রক্টরের পদত্যাগের দাবিতে সন্ধ্যায় মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজ সন্ধ্যায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার প্রক্টর অফিসে হামলার ঘটনায় অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার পর প্রক্টরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।
তারা প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর পদত্যাগ ছাড়াও নিপীড়নের সাথে জড়িত একাধিক নেতা-নেত্রীর বহিষ্কার এবং মামলা প্রত্যাহারের দাবি জানায়।

বুধবার ৭ কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ ছাত্রদের বিক্ষোভ চলার সময় কয়েকজন ছাত্রলীগ নেতা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এর বিচারের দাবিতে প্রক্টর অফিস ঘেরাও করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন দুই ছাত্র। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র রাজীব কুমার দাশ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের মাহির শাহরিয়ার রেজা বৃহস্পতিবার রাত ২টা থেকে টিএসসির সামনে বসে আছেন।