চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকা উত্তরে স্থগিত হলে ডাকসু নির্বাচন কেন নয়?

রিট আবেদনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আরেক রিটের পরিপ্রেক্ষিতে আগামী ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেয়ার আদেশ দেয়া হয়েছে। আজকের হাইকের্টের দুটি আদেশই আলোচিত হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং বর্ধিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচনের তফসিল তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ আদেশ দেন। রুলে নির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনসহ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করেন ভাটারা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। হাইকোর্টের এই আদেশে সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করার পর প্রশ্ন: হাইকোর্টের অন্য আরেকটি আদেশ বাস্তবায়নে কী ব্যবস্থা নেওয়া হবে? আগামী ৬ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এখন ঢাকা উত্তরের নির্বাচন স্থগিত থাকলে আর ডাকসু নির্বাচনের ব্যবস্থা না হলে আইনের গতি সবক্ষেত্রে এক না থাকার অভিযোগ উঠা অস্বাভাবিক নয়। ডাকসু নির্বাচন বন্ধ হয়ে আছে আজ প্রায় তিন দশক। ছাত্ররাজনীতির আপমৃত্যুরোধে এই নির্বাচনের কোনো বিকল্প নেই। কিছুদিন আগে এক ছাত্র ডাকসু নির্বাচনের দাবিতে অনশন করে ছাত্রছাত্রীদের প্রাণের দাবিকে আবারো সামনে নিয়ে আসেন। কর্তৃপক্ষের নির্বাচন দেয়ার আশ্বাসে সেই ছাত্র অনশন ভঙ্গ করেন। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যপারে বিস্ময়করভাবে উদাসীন। আদালতের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে অবিলম্বে ডাকসু নির্বাচন এখন দেশের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণের দাবি।