চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন: ইসি

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বুধবার সকালে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে বৈঠক করেন।

পরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, রংপুরে পরীক্ষামুলক ভাবে দুটি ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন ডিভিএম ব্যবহার করা হবে।

২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারী রংপুর সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার কথা। আইন অনুযায়ী মেয়াদ শেষ হবার ১শ ৮০ দিন আগে নির্বাচন করার বিধান রয়েছে।

জাতীয় নির্বাচন প্রস্তুতি বিষয়ে সচিব জানান, ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্য দিয়ে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন।