চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডিজিটাল ওয়ার্ল্ডে যে ‘টিপস্’ দিলেন অস্কারজয়ী বাংলাদেশি নাফিস

অস্কারজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী এবং অ্যানিমেশন বিশেষজ্ঞ নাফিস বিন জাফর তরুণদের উদ্দেশ্যে বলেছেন, কোনো কাজে হাল ছাড়বেন না। লেগে থাকলেই তাতে আনন্দ খুঁজে পাবেন। আর কোনো কাজে আনন্দ লাভ করতে পারলেই সে কাজে সফল হওয়া সম্ভব।

বৃহস্পতিবার ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ‘মিট নাফিস বিন জাফর–দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উইনার’ শীর্ষক সেশনে তরুণদের উদ্দেশ্যে এ কথা বলেন।

আলোচনার প্রথমাংশে ফিল্ম অ্যানিমেশনের বিভিন্ন কারিগরি দিক উপস্থিত তরুণদের সামনে তুলে ধরেন। হলিউডের বিভিন্ন জনপ্রিয় মুভিতে কীভাবে বিভিন্ন দৃশ্য চিত্রায়ন করা হয়, কীভাবে মুহূর্তেই ভেঙ্গে পড়ে বহুতল ভবন এসব বিষয় নিয়ে কথা বলেন। জনপ্রিয় অ্যানিমেশন মুভি কুংফু পান্ডাতে কীভাবে পো′কে ফুটিয়ে তোলা হয়েছে, তাও দেখান তিনি।

নাফিস বলেন, অনেকেই অ্যানিমেশন নিয়ে কাজ করতে আগ্রহী। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এক লাফে সফলতার শীর্ষে যাওয়া সম্ভব না, ধাপে ধাপে সামনে এগোতে হবে।

হলিউডে নিজের ক্যারিয়ার সম্পর্কে নাফিস জানান, ক্যারিয়ারের শুরুতে আমার অনেক সংগ্রাম করতে হয়েছে। এতো সহজেই সফলতার দেখা পাইনি। কাজ করতে করতেই শিখেছি, সামনে এগিয়েছি। বর্তমানে আমার সাথে কাজ করছে প্রায় ৫০০ মানুষ।

অ্যানিমেশনে ক্যারিয়ার গড়তে চাইলে শুরুটা কীভাবে করতে হবে, প্রশ্নোত্তর পর্বে অধিকাংশ তরুণই জানতে চেয়েছেন নাফিসের কাছে। উত্তরে নাফিস বলেন, এখানে ক্যারিয়ার গড়তে চাইলে প্রোগ্রামিং ভাষা জানতে হবে। সফটওয়্যার প্রকৌশলী হওয়ায় আমার এদিকে ধারণা ছিল। অ্যানিমেশনের বাকি বিষয়গুলো আমি কাজ করতে করতেই শিখেছি।

নতুনদের জন্য কোন প্রোগ্রামিং ভাষা শেখা ভালো হবে, জানতে চাইলে তিনি পাইথন প্রোগ্রামিং শিখতে বলেন।

তিনি জানান, অ্যানিমেশনে বিজ্ঞানের ব্যবহার প্রতি ক্ষেত্রেই। গ্রাফিক্সের পাশাপাশি গনিত, জ্যামিতি, থ্রিডি বিষয়েও ভালো ধারণা থাকতে হবে।

এছাড়া যারা কাজ করতে তাদের উদ্দেশ্যে নাফিস বলেন, আপনারা নাটকে কাজ করুন, শর্ট ফিল্ম তৈরি করুন, থিয়েটারেও কাজ করতে পারেন। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন পুরো বিষয়টি কীভাবে কাজ করে। সবকিছুই খুঁটিয়ে দেখার ইচ্ছা থাকতে হবে।

দেশের তরুণদের প্রশিক্ষণের কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে নাফিস জানান, সি গ্রাফ নামের মার্কিন একটি প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত আছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশেও কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এখান থেকে তরুণদের অ্যানিমেশন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য যে, বাংলাদেশী বংশোদ্ভূত নাফিস বিন জাফর ২০০৭ সালে প্রথম অস্কার জেতেন। ′পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড′ মুভিতে অ্যানিমেশনের জন্য তিনি এই পুরস্কার জেতেন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি দ্বিতীয়বারের মতো অস্কার জেতেন ‘২০১২’ ছবিতে ড্রপ ডেস্ট্রাকশন টুলকিট ব্যবহারের জন্য।

দেখুন ভিডিও: