চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রাম্পের দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর

ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে।

দেশটির সর্বোচ্চ আদালত সোমবার এক আদেশে জানায়, যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই এমন বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মার্চ মাসের শুরুতে মুসলিম প্রধান ৬টি দেশের নাগরিকদের ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে নতুন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বের এমন নিষেধাজ্ঞার আওতায় ৭টি দেশ থাকলেও নতুনটিতে ইরাককে বাদ দেয়া হয়েছিলো।

এছাড়াও সকল শরণার্থীদের জন্য ১২০ দিনের নিষেধাজ্ঞাও দেয়া হয়। ১৬ মার্চ থেকে এই আদেশ কার্যকর করা হবে বলে সেই আদেশে বলা হয়েছিলো।

আমেরিকাকে সন্ত্রাসবাদের হাত থেকে নিরাপদ রাখার যুক্তিতে দেয়া ওই নিষেধাজ্ঞাটির আওতায় থাকা দেশগুলো হলো ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া এবং সোমলিয়া।

প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়ার আগে তা আটকে দেন ফেডারেল বিচারকরা।

দেশটির সুপ্রিম কোর্ট সোমবার ট্রাম্পের ওই আদেশ আংশিক কার্যকরে হোয়াইট হাউজের আবেদন মঞ্জুর করে।