চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে পশ্চিম ইসলামবাগে একটি বাড়িতে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।

সোমবার সকাল ১১ টার দিকে ৭০/১২ পশ্চিম ইসলামবাগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমেনা বেগম (৫৫), তার ছেলের বউ শিরিন আক্তার (৩০) এবং আমেনা বেগমের নাতনী আফরিন (৫)।

স্থানীরা জানান সকাল ১১টা সময় বিকট শব্দে বিদ্যুতের ট্রান্সফরমারের তার ছিড়ে বাড়ির দোতলার টিনের চালে পড়লে মুহুর্তেই বিদ্যুতায়িত হয়ে পড়ে পুরো বাড়ী। এসময় বাড়ির মালিক বাচ্চু দৌড়ে লাফ দিয়ে ছোট মেয়ে কুলসুম (৩) কে নিয়ে বের হতে পারলেও বাকিরা ঘরে আটকা পড়ে।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পশ্চিম ইসলামবাগের এই বাড়িটি দোতলা। নীচে দুটি দোকান ভাড়া দেয়া আছে। উপরে টিন শেডের উপর দোতলায় বাচ্চু তার মা ও পরিবার নিয়ে বসবাস করতেন।

একই পরিবারের তিন জন নিহতের ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।