চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রফি নিয়ে বাড়ি ফিরতে চায় বাংলাদেশ

নেপালের বিপক্ষে হারায় অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে বাংলাদেশের শিরোপা সমীকরণ ‘যদি-কিন্তু’র বেড়াজালে আটকা পড়েছে। শেষ ম্যাচে ভুটানকে হারানোর পাশাপাশি বাংলাদেশকে নেপাল-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। দলের কোচ মাহবুব হোসেন রক্সি ম্যাচের আগের দিন বললেন, ট্রফি নিয়ে দেশ ফিরতে মুখিয়ে আছে ছেলেরা।

১৮ সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের পর্দা ওঠে। বুধবার টুর্নামেন্টের সমাপনী দিন। শিরোপা জয়ের মিশনে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বিকেল ৪টায় স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন নেপাল লড়বে ভারতের বিপক্ষে। শিরোপা জিততে হলে বাংলাদেশকে নিজেদের ম্যাচে তো জিততেই হবে, সঙ্গে ভারতের বিপক্ষে নেপালকে হারতে হবে।

ভারতের বিপক্ষে ৩-৪ গোলের অবিস্মরণীয় জয়ে শুরু বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়। টানা দুই জয়ের পর শিরোপা জয়ের সুবাতাস পেতে শুরু করে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে ২-১ গোলের হারই বদলে দিয়েছে সমীকরণ।

‘নেপালের বিপক্ষে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। কিন্তু ওই দিনের কথা ভেবে বসে থাকতে পারি না। শেষ ম্যাচে ভুটানকে অবশ্যই হারাতে হবে। আমাদের জন্য দোয়া করবেন। ছেলেরা ট্রফি নিয়ে বাড়ি ফিরতে নিজেদের সেরাটা উজাড় করে দেয়ার চেষ্টা করছে।’

নেপাল-ভারত ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ জিতলেই চ্যাম্পিয়ন। আবার বাংলাদেশও যদি ড্র করে, নেপাল-ভারত ম্যাচও যদি ড্র হয়, তাহলে বাংলাদেশের শিরোপা জয়ের আশা শেষ হয়ে যাবে।