চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘টোপ’ দেখতে শাহবাগে ভারতীয় রাষ্ট্রদূত

চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৬তম আসর। নয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে প্রায় ৬৮টি দেশের দুই শতাধিক সিনেমা। বৃহস্পতিবার ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে শাহবাগস্থ কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে প্রদর্শীত হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্তের আলোচিত চলচ্চিত্র ‘টোপ’। যা দেখতে বিকালেই সেখানে উপস্থিত হয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকা আন্তর্জাতিক উৎসবের এবারের আসরে ৬৮টি দেশের ২১৬ টি চলচ্চিত্র রাজধানীর পাঁচটি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে প্রদর্শীত হচ্ছে কলকাতার প্রখ্যাত নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তের ছবি ‘টোপ’। আর এই ছবিটি দেখতেই এদিন বিকালে গণগ্রান্থাগার মিলনায়তনে আসেন হর্ষ বর্ধন শ্রিংলা।

জীবনে বাঁচতে গিয়ে আমরা কখনও কখনও কাউকে টোপ হিসেবে ব্যবহার করি। আবার কখনও নিজেরাই হয়ে যাই টোপ। শিকার আর শিকারির আশ্চর্য রোমহর্ষক এই সম্পর্ক, যা আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। আর সেই রোমহর্ষক সম্পর্ক নিয়েই পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের ছবি ‘টোপ’। প্রযোজক পবন কানোরিয়া। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন করছেন পাওলি, অনন্যা চট্টোপাধ্যায়, সুদীপ্ত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, মালবিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।