চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টিউশন ফি বাড়লে প্রতিরোধ করতে শিক্ষার্থীদের অর্থমন্ত্রীর পরামর্শ

ভ্যাটের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেনো কৌশলে টিউশন না বাড়ায় সেদিকে শুধু নজর রাখা নয়, প্রয়োজনে প্রতিরোধের জন্য শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় মন্ত্রণালয়গুলোর বাড়তি চাহিদা মেটাতে গিয়েই ভ্যাটের আওতা সম্প্রসারণ করা হচ্ছে।

স্কুল বির্তক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী অভিযোগ করেন, ভ্যাট বিষয়ে তার কথা নানাভাবে বিকৃত হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ভ্যাট দেবে শিক্ষা প্রতিষ্ঠান। তাই এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রয়োজন নেই। বরং এই সুযোগে প্রতিষ্ঠানের দায় যেনো শিক্ষার্থীদের চাপিয়ে না দেয়া হয় সেজন্য শিক্ষার্থীদের সর্তক থাকতে হবে।

ভ্যাটের আওতা কেনো বাড়ছে তার ব্যাখ্যায় অর্থমন্ত্রী বলেন, মন্ত্রণালয়গুলোর নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য এটা প্রয়োজন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভ্যাট আরোপের কারণও এটা।

তবে তিনি এও বলেন, হাজারে মাত্র ৭৫ টাকা ভ্যাট দেয়া কঠিন কিছু নয়।

অনুষ্ঠানে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ভ্যাট যদি সমস্যার কারণও হয় তা সমাধানের রাস্তা অবরোধ নয়, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।