চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টাঙ্গাইলে প্রাকৃতিক বন ধ্বংস করে সামাজিক বনায়নের অভিযোগ

টাঙ্গাইলে সামাজিক বনায়নের প্লট বরাদ্দ দিতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এমনকি প্লট বরাদ্দ দেওয়ার জন্য ধ্বংস করা হচ্ছে সখীপুর ও মির্জাপুরের প্রাকৃতিক বন। এতে উজাড় হচ্ছে শাল-গজারি বৃক্ষ, পরিবেশে বিপর্যয় নেমে আসছে।

টাঙ্গাইলের সখীপুর ও মির্জাপুরের তিনটি রেঞ্জ ও ৮টি বিটে প্রায় ১৮ হাজার একর জমিতে সামাজিক বনায়ন করা হয়েছে। প্রথম ধাপে প্রত্যেক সুবিধাভোগীকে এক হেক্টর জমির প্লট বরাদ্দ দেয়া হতো। অধিক সংখ্যক মানুষকে সম্পৃক্ত করতে এখন দেয়া হচ্ছে এক একরের প্লট। তবে, টাকা ছাড়া প্লট বরাদ্দ পাওয়া যায় না বলে অভিযোগ করছেন সুবিধাভোগীরা।

স্থানীয়রা বলছেন, এ কারণেই সামাজিক বনায়নে উৎসাহ দেখান বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। এদের যোগসাজসে সংঘবদ্ধ চক্র কৌশলে ধ্বংস করে ফেলছে শাল গজারির প্রাকৃতিক বন। তবে এ অনিয়ম কঠোরভাবে দমন করার কথা বলছেন বিভাগীয় বন কর্মকর্তা।

এভাবে প্রাকৃতিক বন ধ্বংস হতে থাকলে বন্যপ্রাণীর অস্তিত্ব বিলীন হওয়ার আশংকা করছেন পরিবেশবাদীরা।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: