চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান শেষে পিস্তল-গ্রেনেডসহ ২ নারী আটক

ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ সদরের কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খা বাহিনীর অভিযান সমাপ্ত হয়েছে। প্রায় আড়াই ঘন্টাব্যাপী চলা অভিযানে ১ টি বোমা ও ৭টি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ।

ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১ টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক করা হয়েছে ২ নারীকে।

ঝিনাইদহের মহেশপুরের বজরাপুরে জঙ্গি আস্তানায় অভিযানের পর জেলা সদরের লেবুতলা গ্রামে আরেক আস্তানায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। মহেশপুরে অপারেশন সাটল স্প্লিট এ ২ জঙ্গি নিহত ও আহত হন ৩ পুলিশ কর্মকর্তা। গতকাল রাতে মহেশপুরের অভিযান শেষে লেবুতলা গ্রামের আরেক আস্তানা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় সেখান থেকে বোমা ও আগ্নেয়াস্ত্রসহ শামীম হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামীম বাড়ির মালিক মৃত শরাফত হোসেনের ছেলে। পরে শামীমের মা ও বড়ভাইয়ের স্ত্রীকে আটক করে পুলিশ। অভিযান শেষ হওয়ার পরই লেবুতলা ও আশপাশের এলাকা ধেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।